Principal
Prof. Md. Abdul Jalil
প্রফেসর মোঃ আব্দুল জলিল ১৯৬৫ সালের ১লা ডিসেম্বর ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলায় জন্মগ্রহণ করেন। তিনি হরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও হরিপুর পাইলট উচ্চ বিদ্যালয়ে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের পড়ালেখা শেষে ১৯৮১ সালে এস.এস.সি পরীক্ষায় কৃতিত্বের সংগে উত্তীর্ণ হয়ে ১৯৮৩ সালে দিনাজপুর সরকারি কলেজ থেকে সাফল্যের সংগে এইচ.এস.সি. পরীক্ষায় উত্তীর্ণ হন। ১৯৮৩-১৯৮৪ শিক্ষাবর্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ইংরেজী বিভাগে ভর্তি হয়ে ইংরেজী ভাষা ও সাহিত্যে ১৯৮৬ সালে অনার্স ও ১৯৮৭ সালে মাস্টার্স ডিগ্রী লাভ করেন। তিনি ১৪শ’ বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ১৯৯৩ সালের ১৫ নভেম্বর ঠাকুরগাঁও সরকারি কলেজে প্রভাষক পদে যোগদান করেন। বিভিন্ন সরকারি কলেজে দীর্ঘ ২৮ বছর অধ্যাপনা শেষে ২০২১ সালে ৮ আগস্ট পীরগঞ্জ সরকারি কলেজে অধ্যক্ষ হিসেবে যোগদান করেন। তিনি ২০২২ সালের ১৯ এপ্রিল ঠাকুরগাঁও সরকারি কলেজে অধ্যক্ষ হিসেবে যোগদান করে একাডেমিক, অবকাঠামোগত এবং পাঠ বহির্ভূত কর্মকান্ডের উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। ব্যক্তিগত জীবনে তিনি দুই কন্যা সন্তানের জনক।